আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা আসতে পারে আগামীকাল রোববার। এই প্রক্রিয়ায় জামায়াত ও ইসলামী আন্দোলনসহ আট দলের পাশাপাশি এনসিপি ও নতুন কিছু দল যুক্ত হচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের শনিবার রাতে জানান, আসন সমঝোতার বিষয়টি নিয়ে নেতারা কাজ করছেন। রাতেই বিষয়টি চূড়ান্ত হয়ে যাওয়ার কথা। আজও এ নিয়ে বৈঠক হবে। এদিন চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলেও তিনি আভাস দেন।
আট দলে আসন সমঝোতার প্রক্রিয়ায় থাকা অন্য দলগুলোর মধ্যে রয়েছে—খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। এছাড়া নতুন করে এনসিপিসহ কয়েকটি দলের যুক্ত হওয়ার কথা রয়েছে। বিভিন্ন দলের নেতারাও আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হওয়ার আভাস দিয়েছেন।
সূত্রমতে, ইস্যুভিত্তিক আন্দোলনের প্ল্যাটফর্মের একপর্যায়ে নির্বাচনি সমঝোতার সিদ্ধান্ত নেয় জামায়াতসহ আট দল। গত ৯ ডিসেম্বর থেকে এ বিষয়ে কাজ শুরু করে সংশ্লিষ্ট লিয়াজোঁ কমিটি। তবে সব দলের চাহিদা অনুযায়ী সমঝোতা করে বিষয়টি চূড়ান্ত করতে বেশ বেগ পেতে হয় তাদের। নানা অনিশ্চয়তা কাটিয়ে শেষ পর্যন্ত আট দলের সঙ্গে আরো কয়েকটি দলকে যুক্ত করে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এর আগে আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য আসন সমঝোতাসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে। গতকাল সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হয়। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দলের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন।
পরে জামায়াতের কেন্দ্রীয় প্রচারের বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাহী পরিষদের বৈঠকে দেশে বিরাজমান পরিস্থিতি, আগামী ৩ জানুয়ারি জামায়াতের মহাসমাবেশ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
এ সময় দেশ ও জাতির কল্যাণ, ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করে আগামী দিনের বাংলাদেশকে শান্তি এবং কল্যাণ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এ লক্ষ্যে আগামী ৩ জানুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

