আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাকে দেখতে আবারো এভারকেয়ারে তারেক রহমান

স্টাফ রিপোর্টার

মাকে দেখতে আবারো এভারকেয়ারে তারেক রহমান
ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে আবারো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার রাতে তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে যান। দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তনের পর তারেক রহমানের এটা দ্বিতীয়বারের মতো মাকে দেখতে হাসপাতালে যাওয়া। এর আগে গত বৃহস্পতিবার দেশে ফেরার দিনই তিনি প্রথমবারের মতো এভারকেয়ার হাসপাতালে গিয়ে মায়ের খোঁজ-খবর নেন।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, হাসপাতালে পৌঁছানোর পর তারেক রহমান চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মায়ের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। এসময় তিনি খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের সদস্যদের কাছ থেকে চলমান চিকিৎসা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও ধারণা নেন।

বর্তমানে ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। তার পুরোনো রোগগুলোর মধ্যে রয়েছে আর্থ্রাইটিস ও ডায়াবেটিস। পাশাপাশি তিনি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র ও চোখের জটিল সমস্যায়ও আক্রান্ত। এসব জটিলতার কারণে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

খালেদা জিয়ার চিকিৎসায় দেশি ও বিদেশি মোট ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডটি প্রতিদিন বৈঠকে বসে তার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করছে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আনছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...