দূরত্ব ভুলে জাতীয় নির্বাচনে সবাইকে অংশগ্রহণ করতে হবে

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৪: ২৮
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১৪: ৫৫
ছবি: আমার দেশ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদ ভবন এলকায় সংঘর্ষ অপ্রত্যাশিত, সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ করা উচিত। দূরত্ব ভুলে জাতীয় নির্বাচনে সবাইকে অংশগ্রহণ করতে হবে।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে রাজধানীর গ্রীন রোডে ‘পানি উন্নয়ন বোর্ড’ জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের সম্মেলন ও সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ যে জঞ্জাল তৈরি করে গেছে ১ বছরের ভেতরে সব ঠিক করে ফেলা সম্ভব নয়।

তিনি আরও বলেন, ঐতিহাসিক জুলাই সনদে বেশিরভাগ রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, এটা অনন্য ঘটনা। এতে রাজনীতি স্বচ্ছ ও গণতন্ত্র প্রাতিষ্ঠানিকভাবে উন্নত করতে সহযোগিতা করবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত