মৌলভীবাজারে সারজিস আলম

নিউ ইয়র্কে আ. লীগের হামলার দায়ভার প্রধান উপদেষ্টার

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ২৬
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমান বন্দরে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যাওয়া প্রতিনিধিদলকে দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দ্বারা হেনস্তা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনার দায়ভার প্রধান উপদেষ্টার বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা ও উপজেলা কমিটির সমন্বয়ক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সারজিস আলম বলেন, ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম যখন এ ধরণের একটি ঘটনার মধ্যদিয়ে যান তখন এই ঘটনার পর আপনি যখন যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তাদের নিয়ে কোনো জায়গায় যাবেন তখন আপনার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন ছিল।

তিনি বলেন, কোনো ব্যবস্থা গ্রহণ না করা আপনার গাফিলতি, আপনার ব্যর্থতা। এই ব্যর্থতার দায়ভার আপনাকে স্বীকার করতে হবে। আমরা চাই, পরবর্তীতে শুধু দায় বহন করে আর বিবৃতি দিয়ে আপনাদের পদক্ষেপ যেন শেষ না হয়ে যায়। আপনাদের স্পষ্ট এগুলোর বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা সেটার দিকে তাকিয়ে আছি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত