স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত আমিরের

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১৯: ০০
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ২০: ০৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইসলাম একটি পরিপূর্ণ ও শাস্বত জীবন বিধান। মানবজীবনের সকল সমস্যার সমাধান রয়েছে ইসলামে। তাই ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে যথাযথভাবে ও পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে।

তিনি বলেন, মূলত, জীবনের সব ক্ষেত্রে আল্লাহর বিধান অনুসৃত না হওয়ায় কারণে সমাজে এত অশান্তি। তাই সার্বিক শান্তি প্রতিষ্ঠার জন্য কোরআন-সুন্নাহর আদর্শভিত্তিক ন্যায়-ইনসাফ ও বৈষমৎহীন সমাজ প্রতিষ্ঠা করতে হবে। সেই স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সবাইকে একদফায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

বিজ্ঞাপন

গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা-১৫ সংসদীয় আসনের কাফরুল থানা উত্তর জামায়াত আয়োজিত মতবিনিময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জামায়াত আমির এদিন বায়তুল এহতেরাম মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন এবং উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে কথা বলেন। পরে স্থানীয় একটি মিলনায়তনে সুধীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হন। তিনি এশার নামাজ আদায় করেন মিরপুর ১৪ নম্বরের জামিউল উলুম মসজিদে এবং সেখানেও মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

এসময় ডা. শফিকুর রহমান বলেন, মূলত, ওহীর বিধান প্রতিষ্ঠিত না থাকায় সমাজে নানাবিধ বিপর্যয় দেখা দিয়েছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে অবক্ষয় ও অশান্তি। সঙ্গত কারণেই আমাদের পুরো সমাজ অপরাধ ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ঘুষ, দুর্নীতি, লুটপাট, অর্থপাচার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্য আমাদের সমাজ জীবনকে অস্থির ও অশান্ত করে তুলেছে। মূলত, এসব আমাদের দু’হাতের কামায়।

তিনি বলেন, দেশের ৯০ শতাংশ মানুষ মুসলমান এবং এদেশে অসংখ্য মসজিদ, মাদ্রাসা সহ অগণিত ইসলামী মারকাজ থাকলেও সমাজে আল্লাহর হুকুমের বাস্তবায়ন না থাকায় এসব পুরোপুরি কাজে আসছে না। তাই আমাদের ঘুণে ধরা এ সমাজকে কোরআন-সুন্নাহর আলোকে অলোকিত করতে হবে।

থানা আমির রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত