বিমানবন্দরে আমীর খসরুকে স্বাগত জানালেন বিএনপি নেতারা

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ১২ জুন ২০২৫, ২০: ১৪

যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক সামনে রেখে যুক্তরাজ্যে পৌঁছেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে স্বাগত জানান বিএনপি নেতারা।

বিএনপি একাধিক সূত্র নিশ্চিত করেছেন, প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে যোগ দিতেই লন্ডনে এসেছেন সাবেক এই মন্ত্রী। বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে ২ ঘণ্টা। প্রধান উপদেষ্টার কার্যসূচিতে শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বৈঠকের এই সময় নির্ধারিত রয়েছে। সেন্ট্রাল লন্ডনের ডরচেষ্টার হোটেলে বহুল প্রত্যাশিত এই বৈঠক অনুষ্ঠিত হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত