আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফেসবুকে তারেক রহমান

অর্ধশতাব্দী পার হলেও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি

স্টাফ রিপোর্টার
অর্ধশতাব্দী পার হলেও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি
তারেক রহমান। ফাইল ছবি

অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশে গণতন্ত্র বারবার মৃত্যুকূপে পতিত হয়েছে এবং একদলীয় দুঃশাসনের বাতাবরণ তৈরি করে রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশকে প্রতিহত করা হয়েছে।

শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, বহু রক্ত ঝরলেও মত প্রকাশের স্বাধীনতা, লেখা ও বলার অধিকার আজও সংকটের দুর্বিপাক থেকে মুক্ত হতে পারেনি। স্বাধীনতার পক্ষে দাঁড়ানো এবং অন্যায়ের বিরুদ্ধে কলম ধরা বুদ্ধিজীবীদের স্বপ্ন ছিল একটি আধুনিক, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গড়ে তোলা।

তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর যদি আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং বহু পথ ও মতের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা যায়, তবেই শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবায়িত হবে।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিক, শিল্পীসহ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের হত্যা ছিল জাতিকে মেধাশূন্য করার গভীর চক্রান্ত। বিজয়ের দ্বারপ্রান্তে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা আজও জাতিকে বেদনাহত করে। তবে তাদের রেখে যাওয়া আদর্শ—জ্ঞান-বিজ্ঞান, মুক্ত চিন্তা এবং ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সম্প্রীতির চেতনা—আজও একটি উন্নত ও প্রগতিশীল বাংলাদেশ গড়ার প্রেরণা জোগায়।

শোকাবহ এই দিনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আসুন শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে আমরা সবাই একসঙ্গে কাজ করি। তিনি শহীদ বুদ্ধিজীবীদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন