ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা, যা বলছে যুবদল

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ২২: ০২

মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসমক্ষে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় যুবদলের দুইনেতা রজ্জব আলী পিন্টু ও সাবাহ করিম লাকির আজীবন বহিষ্কারাদেশ এবং আইনি ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় যুবদল।

শুক্রবার যুবদলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রক্তজ আলী পিপি ও সাবাহ করিম নাফিস আজীবন বহিষ্কৃত এবং আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ আহ্বান।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ৬ জুলাই ২০২৫, রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসমক্ষে মোহাম্মদ সোয়াহ নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হামলা ও নির্যাতনের ভিডিও ও ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাজ্জব পরিবারসহ দেশের মানুষ গভীরভাবে মর্মাহত। আমরা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক রক্তজ আলী পিপি ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাবাহ করিম নাফিসের সদস্য পদসহ দল থেকে আজীবন বহিষ্কারের জোর দাবি জানাই।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোমিনুল হক সাইমনের নিকট লিখিতভাবে এ দাবি জানানো হয়েছে।

বহিষ্কৃত নেতৃবৃন্দ যেন ভবিষ্যতে দলে অনুপ্রবেশে দুঃসাহস না দেখায়। যুবদলের সকল পর্যায়ের নেতৃত্বের প্রতি তাদের সঙ্গে সাংগঠনিক বা ব্যক্তিগত সম্পর্ক না রাখার আহ্বান জানানো হচ্ছে।

ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ শাস্তির দাবি ও সর্বোচ্চ প্রক্রিয়ায় দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ আহ্বান জানানো হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত