দেশের কল্যাণে দ্রুত নির্বাচন দিন: মুফতি নাছির

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ২২: ১৪

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা সদস্য সচিব মুফতি নাছির উদ্দিন খান বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় এবং অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অন্তবর্তীকালীন সরকারকে দ্রুত সময়ে মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার ছাত্র জমিয়ত বাংলাদেশ গাজীপুর মহানগরের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নির্বাচিত সরকারই দেশের স্থিতিশীল পরিস্থিতি ও শৃঙ্খলা রক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছাত্র জমিয়ত বাংলাদেশ গাজীপুর মহানগরের কাউন্সিল সকাল ১১ টায় জয়দেবপুর আহনাফ'স কিচেন মিলনায়তনে মাওলানা মোর্শেদ আলম সালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মুফতি নাছির উদ্দিন খান আরো বলেন, ছাত্র রাজনীতির নামে দেশে চলমান অপরাজনীতি বন্ধে দেশের সকল ছাত্র সমাজকে জেগে উঠা এখন সময়ের দাবি।

কাউন্সিলে মোহাম্মদ শাহাদাত খানকে সভাপতি, মিজানুর রহমানকে সেক্রেটারী, ফাহিম বিন মুস্তাফিজকে সহ-সাধারণ সম্পাদক, আহমদ সাঈদকে সাংগঠনিক সম্পাদক ও আজওয়াদ জাহানকে প্রচার সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জমিয়ত উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ ও ছাত্র জমিয়ত গাজীপুর মহানগরের সকল নেতৃবৃন্দ, টঙ্গী পূর্ব থানা, টঙ্গী পশ্চিম থানা ও গাছা থানা, ভাসন থানা, সদর থানা, পুবাইল থানা, কাশেমপুর থানা, টঙ্গী দারুল উলুম ক্যাম্পাস শাখার নেতারা।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত