জামায়াত আমিরের সুস্থতা কামনায় দোয়া ও খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১৮: ৪৭

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মত গতিশীল ও উজ্জীবিত নেতৃত্বে ক্ষুধা, দারিদ্র ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে এক প্লাটফরমে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার রাজধানীর একটি মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল পশ্চিম থানা আয়োজিত জামায়াত আমির ডা. শফিকুর রহমানের আশুরোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকের সভাপতিত্বে ও ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাফরুল অঞ্চল টিম সদস্য জসিম উদ্দিন, থানা কর্মপরিষদ সদস্য সুলতান মাহমুদ, আমিনুর রাহমান আমান, খন্দকার মাহবুবুল ইসলাম ও সিরাজুল ইসলাম প্রমুখ।

সেলিম উদ্দিন বলেন, দেশ ও জাতির এক ক্রান্তিকালে আমরা ডা. শফিকুর রহমানের মত মহান নেতাকে পেয়েছি। তার মত অভিভাবক পাওয়া সত্যিই আমাদের জন্য সৌভাগ্যের। তার অনন্য সাধারণ প্রতিভা, রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা, প্রত্যুৎপন্নমতিত্ব, যোগ্য নেতৃত্ব ও বলিষ্ঠতায় আমাদের অনেক জাতীয় সমস্যার সহজ সমাধান হয়ে গেছে।

তিনি জাতীয় সংকটকালে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তার ব্যক্তিত্ব ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাকে গণমানুষের নেতায় পরিণত করেছে। তিনি এখন দেশের সবচেয়ে অধিক জনপ্রিয় ও নন্দিত জাতীয় নেতা।

দেশ ও জাতির এ দুর্যোগময় মূহুূর্তে তার মত গতিশীল নেতৃত্ব যখন খুবই প্রয়োজন তখন তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তার জরুরি ভিত্তিতে তার বাইপাস সার্জারির আবশ্যকতা দেখা দিয়েছে। তিনি তার সার্জারির সাফল্য ও আশু সুস্থতা কামনায় মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করার আহ্বান জানান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত