আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি

আমরা স্থানীয় নির্বাচনে যাবো না: টুকু

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ৩৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু বলেছেন, আমরা স্থানীয় নির্বাচনে যাবো না। পৃথিবীর ইতিহাসে কোনো অন্তর্বর্তী সরকার এই ধরনের নির্বাচন করেনি। স্থানীয় নির্বাচন নয় আগে জাতীয় নির্বাচন চাই।

রোববার সিরাজগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সাথে নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধাজ্ঞাপন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

বিজ্ঞাপন

নির্বাচন বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সরকারতো বলেছে ডিসেম্বরে নির্বাচন দিবে, দেখি কি হয়!’

টুকু বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। নির্বাচন আমাদের টার্গেট। জনগণের সেবা করা হলো আমাদের টার্গেট। আমরা বলেছি জুন-জুলাইয়ে নির্বাচন করার জন্য। সরকার বলছে, ‘ডিসেম্বরে নির্বাচন করবে। দেখি কি হয়?’

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত