গণমাধ্যমে শিরোনাম উপস্থাপনে আরো বেশি সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান আবিদ।
শনিবার ফেসবুক পোস্টে তিনি এ অনুরোধ জানান।
আবিদুল ইসলাম লেখেন, ‘আজ একটি অনুষ্ঠানে ডাকসু নির্বাচন সংক্রান্ত অভিযোগের আলোকে বলেছিলাম ‘ভোটার ও প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে যদি প্রশাসন জবাবদিহিতায় ব্যর্থ হয় তবে ডাকসু নির্বাচনকে পুনঃমূল্যায়নের সুযোগ থাকবে’।
বিভিন্ন গণমাধ্যম সেটাকে হেডলাইন করেছেন, ‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করে ছাড়বো!’ এই ধরনের মিসকোট গুরুত্বপূর্ণ উপস্থাপনকে বিকৃত করে ও ষড়যন্ত্রকারীদের চক্রান্তকে শক্তিশালী করে। গণমাধ্যমের বন্ধুদের শিরোনাম উপস্থাপনে আরো বেশি সচেতন হবার অনুরোধ জানাই।’

