আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাদির স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠ ছাড়ব না: নাহিদ

আমার দেশ অনলাইন

হাদির স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠ ছাড়ব না: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান শরিফ হাদির স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

নাহিদ লিখেছেন, ‘আমার ভাই, জুলাই বিপ্লবের অন্যতম কাণ্ডারি ওসমান হাদি হাসতে হাসতে শহীদি মৃত্যুকে আলিঙ্গন করলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই হাদি, আপনার পবিত্র রক্তের কসম, যে মহান ইনসাফের স্বপ্ন নিয়ে আপনি জীবন দিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না।’

তিনি লেখেন, ‘আপনার এই মৃত্যু জুলাই পরবর্তী বাংলাদেশের লাখো মানুষের কাছে অনন্ত সাহসের মহাকাব্য ও ত্যাগের সর্বোচ্চ অনুপ্রেরণা হয়ে থাকবে।’

তিনি পোস্টের শেষে লেখেন, ‘শহীদ ওসমান হাদি জিন্দাবাদ! ইনকিলাব জিন্দাবাদ!’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন