আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুলাই আন্দোলনের সকল স্পটে অবস্থান কর্মসূচি পালনের আহ্বান নাহিদের

আমার দেশ অনলাইন

জুলাই আন্দোলনের সকল স্পটে অবস্থান কর্মসূচি পালনের আহ্বান নাহিদের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে শাহাদাত বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জুলাই বিপ্লবের এই অগ্রনায়কের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাত ৩টার দিকে তার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নাহিদ লেখেন, সবাইকে মাঠে থাকতে হবে। আমরা শাহবাগে আছি। জুম্মার নামাজ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচিতে আসেন। ঢাকার বাইরে জুলাই আন্দোলনের সকল স্পটে অবস্থান কর্মসূচি পালন করুন।

তিনি আরও লেখেন, জুলাই বিপ্লবকে নস্যাৎ করতে বিভিন্ন শক্তি চক্রান্ত করছে। জুলাইয়ের শক্তিকে সকল হঠকারী পক্ষ থেকে আলাদা হতে হবে। মিডিয়াসহ সকল প্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করুন। রাজপথে কর্মসূচিতে থাকুন।

শরিফ ওসমান হাদিকে ধারণ করুন। বাংলাদেশ ও জুলাইকে রক্ষা করুন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন