ঢাকা-১৮ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দরকার সৎ দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব।
তিনি বলেন, জামায়াতে ইসলামী সৎ নেতৃত্ব তৈরির কারখানা। এখন পর্যন্ত ৬৫ জন সংসদ সদস্য জামায়াত থেকে নির্বাচিত হয়েছেন এবং দুই জন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় চালিয়েছেন। কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই। সুতরাং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন।
শুক্রবার রাজধানীর উত্তরখান, দক্ষিণখান ও খিলক্ষেত থানার উদ্যোগে আয়োজিত পৃথক তিনটি নির্বাচনি গণ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উত্তরখান চৈতি গারমেন্টসের সামনে থেকে সকালে অধ্যক্ষ আশরাফুল হকের নেতৃত্বে মিছিল শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় থানার নেতারা বক্তব্য রাখেন।
বাদ জুমা দক্ষিণখান বাজার সংলগ্ন চেয়ারম্যান বাড়ির সামনে থেকে ঢাকা-১৮ আসনের প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হকের নেতৃত্বে গণমিছিল অনুষ্ঠিত হয়। সর্বশেষ বাদ আছর খিলক্ষেত বোর্ডঘাট এলাকা থেকে গণমিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

