শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি দিল ইসলামী ছাত্র আন্দোলন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০১: ০৭

শিক্ষা উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এ সময় ২০ দফা দাবি নিয়ে তারা উপদেষ্টাকে স্মারকলিপিও দিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে সংগঠনের একটি প্রতিনিধিদল এ মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের পক্ষ থেকে ২০২৫-২৬ অর্থবছরের শিক্ষা বাজেটের প্রস্তাবনা তুলে ধরেন সংগঠনের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।

মতবিনিময়কালে সংগঠনটির নেতারা বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্ব না দিয়ে গবেষণা, বিজ্ঞানভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে শিক্ষাখাতে বরাদ্দ বাড়াতে হবে।

প্রতিনিধিদলে আরো ছিলেন— সংগঠনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ইমরান হোসাইন নূর, যোগাযোগ ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক ইউসুফ পিয়াস এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুল আজিজ নোমান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত