চিকিৎসার জন্য স্ত্রীসহ সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৫, ১৯: ৩২

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার দুপুরে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তিনি ত্যাগ করেন। তার সহধর্মিণী আফরোজা আব্বাস এবং ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান সোহেল সফরসঙ্গী হিসেবে আছেন।
তিনি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিবেন। সেখানে তিনি ডায়াবেটিস, অর্থোপেডিক, নিউরোলজির বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন এবং শারীরিক পরীক্ষা করাবেন। মির্জা আব্বাস আগামী ২৫ মে দেশে ফিরবেন বলে জানা গিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com