খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণ-সহিংসতা

এনসিপির নীরবতার প্রতিবাদে কেন্দ্রীয় নেতার পদত্যাগ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২১: ২৭

খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীরবতার অভিযোগ তুলে এর প্রতিবাদে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) অলিক মৃ। তিনি পদত্যাগপত্র জমা দেওয়ার কথা সোমবার ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্ট করে জানিয়েছেন।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে অলিক মৃ লিখেছেন, ‘খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ধর্ষণ, আদিবাসীদের ওপর হামলা, আদিবাসীদের বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং তিনজন আদিবাসীকে হত্যার ঘটনা নিয়ে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির নীরবতা এবং ধর্ষণ নিয়ে এনসিপির নেতা হান্নান মাসউদের মিথ্যাচারের প্রতিবাদে আমি অলিক মৃ এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদ থেকে পদত্যাগ করে পার্টির ইমেইল এবং দপ্তরে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি। এনসিপির জন্য শুভ কামনা। ইনকিলাব জিন্দাবাদ।'

এনসিপির আহবায়ক ও সদস্য সচিব বরাবর পাঠানো পদত্যাগপত্রে অলিক মৃ লিখেছেন, 'আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি কেন্দ্রীয় কমিটিতে আমি অলিক মৃ, একমাত্র আদিবাসী প্রতিনিধি। জাতীয় নাগরিক কমিটির (জানাক) শুরু থেকে কেন্দ্রীয় সদস্য, পরবর্তীতে যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পালন করেছিলাম। বৃহত্তর ময়মনসিংহের সাংগঠনিক দায়িত্ব পালন করেছি এবং জেলা/উপজেলা কমিটি গঠন করেছিলাম। জানাক থেকে যখন দল গঠন হবে, তখন অনেক স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা নিয়ে দলে সম্পৃক্ত হই এই ভেবে যে, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার নিয়ে এনসিপি সোচ্চার হবে এবং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৈষ্যমহীন সমাজ গঠনে এনসিপি মুখ্য ভূমিকা পালন করবে। কিন্তু পার্টি গঠন হওয়ার পর থেকে, দল সেভাবে আমাকে মূল্যায়ন করেনি। এ বছর জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি, এনসিটিবি কর্তৃক পাঠ্যপুস্তক থেকে বাতিলের প্রতিবাদে, ১৫ জানুয়ারি আদিবাসী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করা, আমার নাকি চরম ভুল ছিল।'

তিনি আরো লিখেছেন, 'আমি যেহেতু আদিবাসী জনগোষ্ঠীর অধিকার আদায়ে দীর্ঘদিন কাজ করেছি, সেহেতু আমি আদিবাসীদের উপর সকল প্রকার নিপীড়নের প্রতিবাদ জানাবো। পার্টির আমাদের আদিবাসীদের পাশে দাঁড়ানোর প্রয়োজন ছিল। এ বছর ২৩ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রামে একজন মারমা আদিবাসী কিশোরীর ওপর সংঘবদ্ধ গণ-ধর্ষণের প্রতিবাদে, গণতান্ত্রিক-ভাবে আন্দোলনের সময় আদিবাসীদের উপর হামলা, আদিবাসীদের বসতবাড়ি, ব্যবসায়ী প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং আদিবাসী তিনজনকে হত্যা করা হয়। কিন্তু এনসিপি কেন্দ্রীয়ভাবে কোন বিবৃতি প্রদান করেনি। খাগড়াছড়ি জেলা কমিটি, কেন্দ্রীয় কমিটির অনুমতিব্যতিত একটি বিবৃতি প্রদান করে। পরবর্তীতে আমাদের কেন্দ্রীয় কমিটির কয়েকজন পার্টির কাছে জানতে চান, ওই বিবৃতি কি আমাদের পার্টির কিনা। আমি নিজেও গতকাল পার্টির গ্রুপ এবং ইমেইলে জানতে চাই, খাগড়াছড়ি জেলার ওই বিবৃতি কেন্দ্রীয় কমিটির অফিসিয়াল বিবৃতি কিনা। কিন্তু কোন প্রকার সদুত্তর পাইনি। পার্টির একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ, তার বক্তব্যে পাহাড়ে কোন ধর্ষণ হয়নি বলে সম্প্রতি যে মন্তব্য করেছেন, তারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

পদত্যাগপত্রের শেষে অলিক মৃ লিখেছেন, 'যেহেতু আমি আদিবাসী জনগোষ্ঠীর একজন, সেহেতু আদিবাসীদের প্রতি দায়বদ্ধতা থেকে, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদ থেকে পদত্যাগ করছি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত