আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই: আমিনুল হক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ২২: ০৬

বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসন করার আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক।

শনিবার পল্লবী, রামপুরা, হাতিরঝিল ও কাফরুল থানার ১০ স্পটে দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও ইফতার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আমিনুল হক বলেন, জনগণ অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী ভয়াবহ রূপ আর দেখতে চায় না। আওয়ামী মানে হচ্ছে একটি শোষণ। আওয়ামী মানে হচ্ছে একটি অভিশাপ। সেই অভিশাপ নিয়ে বাংলাদেশের মানুষ আর কখনও বাঁচতে চায় না। কারণ বাংলাদেশের মানুষ স্বস্তি চায়, শান্তি চায়। ভবিষ্যৎতে আর কোনো স্বৈরাচার দেখতে চায় না।

আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করছে তাদের সাবধান হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গত দেড় দশক এ আওয়ামী স্বৈরাচারের হাত রক্তে রাঙানো। এই রক্তের দাগ এখনও শুকায়নি। তাই রক্তের বিনিময়ে কোনোভাবেই আজকে আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার অপচেষ্টা করছেন, তারা দয়া করে সাবধান হয়ে যাবেন। কারণ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো অধিকার বা সুযোগ নেই।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

আমিনুল হক
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত