আ.লীগের বিচার ও মৌলিক সংস্কারে একমত এনসিপি-গণসংহতি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ১৭: ১৮

গত ১৫ বছরের গুম, খুন, নির্যাতন ও ২৪ এর জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের বিচার এবং ন্যূনতম মৌলিক সংস্কার বিষয়ে একমত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণসংহতি আন্দোলন।

বুধবার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির নেতৃত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এনসিপি যে বিচার, মৌলিক সংস্কার ও গণপরিষদ নির্বাচনের কথা বলছে তাসহ অনেকগুলো এজেন্ডার সঙ্গেই গণসংহতি আন্দোলন একমত আছে, দ্বিমতও আছে। সে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে। আলোচনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একটা ঐক্যমত্যের ভিত্তিতেই যাতে আমরা সংস্কার বাস্তবায়নে ভূমিকা রাখতে পারি সেই প্রত্যাশা আমরা উভয় দলই ব্যক্ত করেছি।

এছাড়াও সমসাময়িক রাজনৈতিক আলোচনার মধ্যে আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধ করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে বলে উল্লেখ করেন নাহিদ।

তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ প্রয়োজন, সংস্কারের বিষয়টা কিভাবে অর্জন করতে পারি তা নিয়ে আলোচনা হয়েছে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, আমরা আলোচনা শুরু করেছি। আমরা মনে করি, জনআকাঙ্খা আছে সংস্কারের জন্য। জনগণের অধীনেই থাকবে সব কিছু। সেই জনগণের জায়গাটা রাষ্ট্রে কাঠামোগতভাবে কিভাবে তৈরি করা যাবে সে বিষয়ে আমরা কথা বলেছি।

জোনায়েদ আরো বলেন, সংস্কারে চাইবো যাতে করে সত্যিকার অর্থে জনগণের হাতেই ক্ষমতার কেন্দ্রটা থাকে। যে জনপ্রতিনিধিরা রাষ্ট্র ও সরকার চালাবেন তারা জনগণের কাছেই জবাবদিহি করতে বাধ্য থাকবেন।

অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিশেষ করে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ, প্রধানমন্ত্রীর টার্ম, বিচার বিভাগের পৃথকীকরণ, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, ক্ষমতার ভারসাম্য নিয়ে আলোচনা করেছি। আমাদের লক্ষ্য হচ্ছে ন্যূনতম একটা ঐক্যমতে আসা। একই সঙ্গে রাজপথেও আমাদের নিজ নিজ সংগ্রাম চলবে।

গত ১৫ বছরে গুম, খুন, হামলা, মামলা, লুটপাট ও সর্বশেষ জুলাইয়ের হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগের দলগতভাবে বিচার আমরা দেখতে চাই। আমরা চাই যে, সংস্কারের ন্যূনতম একটা ঐকমত্য তৈরি হউক। স্থায়ী, টেকসই সংস্কারে জনগণের যে ম্যান্ডেট সেটা যেন আমরা সামনে নিয়ে আসতে পারি।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত