আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকা-১৩ আসনের প্রার্থী হচ্ছেন মামুনুল হক

স্টাফ রিপোর্টার

ঢাকা-১৩ আসনের প্রার্থী হচ্ছেন মামুনুল হক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ঢাকা-১৩ আসনের প্রার্থী হচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

আগামীকাল রোববার দুপুরে তিনি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করবেন।

বিজ্ঞাপন

শনিবার মামুনুল হকের ব্যক্তিগত সহকারী মাওলানা জাকির হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার দুপুর ১২টায় আগারগাঁওয়ে ঢাকা জেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন মাওলানা মামুনুল হক। এ সময় তার সঙ্গে দলের নেতারা উপস্থিত থাকবেন।

উল্লেখ, জামায়াতসহ আট দলের যে নির্বাচনি সমঝোতা প্রক্রিয়া চলছে, তাতে মামুনুল হকের দলও রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...