তিনি বলেন, আমাদের ঐক্য থাকতে হবে। তা নাহলে ভবিষ্যতে সবার জন্য খারাপ সময় আসছে। তিনি আরো বলেন, আমরা অনেক কথাই বলি, কিন্তু আমল করি না। যার ফলে কোনো ভালো কাজে মানুষকে ডাকলে সাড়া পাওয়া যায় না।
বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামী শক্তির ঐক্যকামী দল এবং আগামী নির্বাচনে ইসলামী শক্তির ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে যাওয়ার পক্ষেই থাকবে দলটি । এমন কথা জানিয়েছেন দলটির আমির মাওলানা মামুনুল হক।
ফ্যাসিবাদি শাসনের পুনরাবৃত্তি ও ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলায় ইসলামী ও দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির ঐক্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।