ব্যবসায়ীকে নির্মম হত্যার প্রতিবাদে মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ

প্রতিনিধি, জবি
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১৪: ৫৫
আপডেট : ১২ জুলাই ২০২৫, ১৪: ৫৬

মিটফোর্ডে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও পাথর মেরে হত্যার প্রতিবাদ এবং সারা দেশে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রায়সাহেব বাজার ও তাঁতিবাজার হয়ে মিটফোর্ড হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ‘চব্বিশের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জুলাইয়ের চেতনা মলিন হতে দেবো না’, ‘চাঁদাবাজের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘চব্বিশের বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই’—এমন নানা প্রতিবাদী স্লোগানে রাজপথ মুখর করে তোলেন।

সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ শিবিরের সভাপতি হেলাল উদ্দিন বলেন, জুলাই বিপ্লবে আওয়ামী জাহিলিয়াতের কবর রচিত হয়েছে। এখন আবার জাতীয়তাবাদী জাহিলিয়াতের উত্থান ঘটছে। আমরা সজাগ। সন্ত্রাসীদের লাগাম টেনে ধরতে না পারলে ছাত্র জনতা রাজপথে নেমে প্রতিরোধ গড়ে তুলবে।

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের শহীদরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। অথচ আজ আমরা দেখছি প্রকাশ্যে সন্ত্রাস, চাঁদাবাজি, এমনকি পাথর দিয়ে মানুষ হত্যার মতো বর্বরতা।

তিনি আরও বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বে লাল সন্ত্রাসীরা প্রকাশ্যে আমাদের ভাইদের হত্যা করেছিল। আজও একটি দল প্রকাশ্যে মানুষ হত্যা করে ক্ষমতার স্বাদ নিতে চাইছে। কিন্তু জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে এসব স্বপ্ন বাস্তবায়িত হতে দেবে না।

জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, চাঁদা না দেওয়ায় সোহাগ নামে এক ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটি মানবতাবিরোধী অপরাধ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দ্রুত বিচার দাবি করছি।

ছাত্রদলের উদ্দেশে তিনি বলেন, ছাত্রদল আমাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন। আমরা আহ্বান জানাই—আসুন, ব্যক্তি স্বার্থ নয়; দেশের স্বার্থে, আদর্শের ভিত্তিতে রাজনীতি করি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি আসিফ আব্দুল্লাহসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।

বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালসংলগ্ন রজনী ঘোষ লেনে চাঁদা না দেয়ায় মো. সোহাগ নামে এক ব্যবসায়ীকে জনসমক্ষে নির্মমভাবে পিটিয়ে ও পাথর দিয়ে মাথায় থেঁতলে হত্যা করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত