বাছাইয়ের জন্য এনসিপিকে দেওয়া হলো ৫০ প্রতীক, তালিকায় কী কী আছে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১৯: ৩৭
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১৯: ৪৪

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) প্রতীক বেছে নিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির প্রতীকের তালিকার ৫০টি থেকে একটি প্রতীক বেছে নিতে এই চিঠি দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার দেওয়া এ চিঠিতে আগামী ৭ অক্টোবরের মধ্যে একটি প্রতীক বেছে নিয়ে এনসিপিকে লিখিতভাবে জানাতে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি নিবন্ধনের জন্য আবেদন করেছিল, যা প্রাথমিক পর্যালোচনায় গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। দলটির আবেদনপত্রে পছন্দের প্রতীকের ক্রমানুযায়ী শাপলা, কলম ও মোবাইলের কথা উল্লেখ করা হয়েছিল। নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর বিধি ৯ (১) অনুযায়ী প্রার্থীর অনুকূলে বরাদ্দের জন্য নির্ধারিত প্রতীকের তালিকায় ‘শাপলা’ অন্তর্ভুক্ত নেই। এমন অবস্থায় ইসির দেওয়া প্রতীকের তালিকা থেকে এখনও বরাদ্দ হয়নি—এমন একটি প্রতীক পছন্দ করে ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

প্রতীক বরাদ্দের বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেন, জাতীয় নাগরিক পার্টি যে প্রতীক (শাপলা) চেয়েছেন, সেটি আমাদের প্রতীক সংক্রান্ত তফসিলে নেই। এর জন্য একটি প্রতীক নিশ্চিত করার জন্য তাদের কাছে চিঠি দেবো। চিঠি পাওয়ার পরে তারা আমাদের যে প্রতীকটি বলবেন, সেটি উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করব। এ বক্তব্যের পর এনসিপিকে চারটি প্রতীকের নমুনা পাঠিয়ে চিঠি দেয় ইসি। তবে এটি গ্রহণ করেনি দলটি। অপরদিকে অনড় রয়েছে ইসি। ফলে চাহিদা অনুযায়ী এনসিপির শাপলা প্রতীক পাওয়া নিয়ে সংশয় রয়েছে।

ইসির চিঠিতে নতুন রাজনৈতিক দলের জন্য বরাদ্দযোগ্য ৫০টি প্রতীকের তালিকা দেওয়া হয়েছে:

আলমিরা, উটপাখি, কলম, কলস, কাপ-পিরিচ, কম্পিউটার, কলা, খাট, ঘুড়ি, চার্জার লাইট, চিংড়ী, চশমা, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, তবলা, তরমুজ, থালা, দালান, দোলনা, প্রজাপতি, ফুটবল, ফুলের টব, ফ্রিজ, বক, বাঁশি, বেঞ্চ, বেগুন, বালতি, বেলুন, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, মোড়া, মোরগ, লাউ, লিচু, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত