ড. সরোয়ার ও আসিফ মাহতাবকে হত্যার হুমকির নিন্দা জমিয়তের

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ২০: ৪৫

বিশিষ্ট গবেষক ও লেখক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন এবং লেখক আসিফ মাহতাব উৎসকে প্রকাশ্য হত্যার হুমকি প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম।

বিজ্ঞাপন

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, বিকৃত মানসিকতার অধিকারী, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ও সমকামী সাফওয়ান চৌধুরী রেবিল কেবল ধর্ম, সমাজ ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারে লিপ্ত নয়, বরং সরাসরি প্রাণনাশের হুমকি দিয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে চরমভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

জমিয়ত নেতারা আরো বলেন ড. মোহাম্মদ সরোয়ার হোসেন একজন গবেষক, লেখক ও শিক্ষাবিদ হিসেবে বাংলাদেশের চিন্তাশীল সমাজে পরিচিত একটি নাম। তিনি বহু বই ও গবেষণাপত্র রচনা করেছেন, যেখানে ধর্মীয় চেতনা, জাতীয়তা, ইতিহাস ও সমকালীন বিশ্ব রাজনীতি নিয়ে বিশ্লেষণ রয়েছে।

আসিফ মাহতাব উৎস। তরুণ প্রজন্মের প্রতিভাবান লেখক, সমাজ বিশ্লেষক ও বক্তা হিসেবে উৎস ইতোমধ্যেই দেশব্যাপী পরিচিত। তার লেখনী ও বক্তৃতায় ইসলামী আদর্শ, সামাজিক মূল্যবোধ, রাষ্ট্রচিন্তা এবং সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে। তরুণদের মাঝে তিনি সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের বিরুদ্ধে হুমকি শুধু ব্যক্তি নয়, বরং চিন্তার স্বাধীনতার ওপর আঘাত।

জমিয়ত নেতারা বলেন, অবিলম্বে সাফওয়ান চৌধুরী রেবিলকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন ধৃষ্টতা দেখানোর সাহস না পায়।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত