গ্রেপ্তার যুবলীগ নেতা ও নোয়াখালী-২ আসনের সাবেক এমপি মোর্শেদ আলমের জামাতা আকরাম হোসেনকে কোর্ট থেকে জেলে পাঠানো হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি ধানমন্ডি এলাকা থেকে ছাত্র-জনতা আকরামকে ধরে ধানমন্ডি থানা পুলিশের কাছে তুলে দেয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে তোলা হলে আকরামকে জেলে পাঠানোর আদেশ দেন বিচারক।
যুবলীগ নেতা আকরাম জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার ওপর আক্রমণ ও হত্যাকাণ্ডে অংশ নেন। ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজী সেলিম বিপুল টাকা দিয়ে তাকে আন্দোলন দমনে কাজে লাগান বলে পুলিশ জানায়। রাজধানীর সায়েন্স ল্যাব, ইউনিভার্সিটি এলাকা, চাঁনখারপুল, চকবাজার এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়।
ওই এলাকায় দুই ছাত্র ও দুজন পথচারী শহীদ হন। এরপর তিনি গা-ঢাকা দেন। সাবেক এমপি হাজী সেলিমের ছেলে আওয়ামী লীগের সাবেক এমপি সোলায়মান সেলিমের বন্ধু আকরাম।

