আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিমের বাবার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিমের বাবার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ
২৪-এর জুলাই গণআন্দোলনে শহীদ ওয়াসিমের বাবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম‌্যান তারেক রহমান। ছবি: আমার দেশ।

২৪-এর জুলাই গণআন্দোলনে দেশের শহীদ ছাত্রদল নেতা ওয়াসিমের বাবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম‌্যান তারেক রহমান।

রোববার সকালে চট্টগ্রামে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে তারেক রহমান শহীদ ওয়াসিমের বাবার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তিনি বলেন, ‘আপনি একজন বীরের পিতা; একজন গর্বিত পিতা। বাংলাদেশের মানুষ শহীদ ওয়াসিমসহ ২৪-এর গণআন্দোলনের সব শহীদ ও আহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।’

তিনি আরো বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

সর্বশেষ

এলাকার খবর
Loading...