বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুলের তোড়া পাঠিয়েছেন ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সঙ্গে একটি শুভেচ্ছাপত্রও পাঠিয়েছেন রাষ্ট্রদূত।
বুধবার বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গুলশান চেয়ারপারসন অফিসে ফুলের তোড়া ও শুভেচ্ছাপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।
উল্লেখ্য, গত রোববার রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

