স্টাফ রিপোর্টার
আগামী নির্বাচনকে সামনে রেখে ইসলামি দলগুলোর চলমান ঐক্য প্রক্রিয়ায় বেশ সক্রিয় ছিল জমিয়তে উলামায়ে ইসলামের একাংশ। ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসের দুই অংশ এবং নেজামে ইসলাম পার্টির সঙ্গে লিয়াজোঁ কমিটির বেশ কয়েকটি বৈঠকে আগামী নির্বাচনে ইসলামপন্থিদের ভোটের একটি বাক্স দেওয়ার ব্যাপারে প্রাথমিকভাবে একমত হয়েছিল দলটি।
তবে হঠাৎ যেন সেই অবস্থান পরিবর্তন করেছে জমিয়ত। এ কারণে গত শনিবার ইসলামী আন্দোলন আয়োজিত মহাসমাবেশে দাওয়াত পেয়েও অংশ নেয়নি দলটির কোনো প্রতিনিধি। এমনকি গতকাল রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত সংশ্লিষ্ট পাঁচ দলের লিয়াজোঁ কমিটির বৈঠকেও যোগ দেয়নি।
সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের সমাবেশ থেকে আগামী নির্বাচনে ইসলামি দলগুলো ঐক্যবদ্ধ হয়ে অংশ নেবে বলে ঘোষণা দেয় জামায়াতে ইসলামী, এনসিপিসহ প্রায় সব ইসলামি ও সমমনা দল।
তবে ওই সমাবেশে যোগ না দেওয়ার কারণ জানতে চাইলে জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, ‘আমরা পিআর এবং আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবির সঙ্গে একমত নই। তাছাড়া সবার আদর্শগত জায়গাটিও গুরুত্বের সঙ্গে দেখছি।
ইসলামি দলের এ ঐক্যে না থাকা এবং বিএনপির সঙ্গে নির্বাচনে যাওয়ার কোনো সিদ্ধান্ত হয়েছে কি নাÑজানতে চাইলে মাওলানা আফেন্দী বলেন, এসব বিষয়ে ‘আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। আমাদের দলে আলোচনা চলছে। তবে তিন-চারটি ইসলামি দলের মধ্যে ঐক্য রাখা যায় কি না, সেটা দেখছি।’
এদিকে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘জমিয়ত আমাদের লিয়াজোঁ কমিটিতে ছিল। তাদের মহাসমাবেশের দাওয়াত দেওয়া হয়েছিল। তবে তারা কেন আসেনিÑতা কিছুই জানায়নি।
এ ছাড়া রোববার ৫ ইসলামি দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে দলটির কেউ আসেননি বলে জানান নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার। এ বিষয়ে তাদের কিছু্ই জানায়নি বলেও তিনি উল্লেখ করেন।
আগামী নির্বাচনকে সামনে রেখে ইসলামি দলগুলোর চলমান ঐক্য প্রক্রিয়ায় বেশ সক্রিয় ছিল জমিয়তে উলামায়ে ইসলামের একাংশ। ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসের দুই অংশ এবং নেজামে ইসলাম পার্টির সঙ্গে লিয়াজোঁ কমিটির বেশ কয়েকটি বৈঠকে আগামী নির্বাচনে ইসলামপন্থিদের ভোটের একটি বাক্স দেওয়ার ব্যাপারে প্রাথমিকভাবে একমত হয়েছিল দলটি।
তবে হঠাৎ যেন সেই অবস্থান পরিবর্তন করেছে জমিয়ত। এ কারণে গত শনিবার ইসলামী আন্দোলন আয়োজিত মহাসমাবেশে দাওয়াত পেয়েও অংশ নেয়নি দলটির কোনো প্রতিনিধি। এমনকি গতকাল রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত সংশ্লিষ্ট পাঁচ দলের লিয়াজোঁ কমিটির বৈঠকেও যোগ দেয়নি।
সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের সমাবেশ থেকে আগামী নির্বাচনে ইসলামি দলগুলো ঐক্যবদ্ধ হয়ে অংশ নেবে বলে ঘোষণা দেয় জামায়াতে ইসলামী, এনসিপিসহ প্রায় সব ইসলামি ও সমমনা দল।
তবে ওই সমাবেশে যোগ না দেওয়ার কারণ জানতে চাইলে জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, ‘আমরা পিআর এবং আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবির সঙ্গে একমত নই। তাছাড়া সবার আদর্শগত জায়গাটিও গুরুত্বের সঙ্গে দেখছি।
ইসলামি দলের এ ঐক্যে না থাকা এবং বিএনপির সঙ্গে নির্বাচনে যাওয়ার কোনো সিদ্ধান্ত হয়েছে কি নাÑজানতে চাইলে মাওলানা আফেন্দী বলেন, এসব বিষয়ে ‘আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। আমাদের দলে আলোচনা চলছে। তবে তিন-চারটি ইসলামি দলের মধ্যে ঐক্য রাখা যায় কি না, সেটা দেখছি।’
এদিকে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘জমিয়ত আমাদের লিয়াজোঁ কমিটিতে ছিল। তাদের মহাসমাবেশের দাওয়াত দেওয়া হয়েছিল। তবে তারা কেন আসেনিÑতা কিছুই জানায়নি।
এ ছাড়া রোববার ৫ ইসলামি দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে দলটির কেউ আসেননি বলে জানান নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার। এ বিষয়ে তাদের কিছু্ই জানায়নি বলেও তিনি উল্লেখ করেন।
নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
১০ মিনিট আগেএর আগে বিকেল ৫টার দিকে তারা যমুনায় পৌঁছান। নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন- দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
৩৬ মিনিট আগেপ্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
১ ঘণ্টা আগেবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই সনদ মোটাদাগে সবাই মেনে নিয়েছে। এতে থাকা প্রতিশ্রুতিগুলোর দ্রুত বাস্তবায়ন করা উচিত।
২ ঘণ্টা আগে