১৫ দিনের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি যুব অধিকারের

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ১৬: ২০

সরকারের অভ্যন্তরে দুর্নীতির প্রতিবাদে ‘মার্চ টু দুদক’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। রোববার দুপুর ১২টায় প্রেসক্লাবের সামনে গণজমায়েত হয়ে দুর্নীতি দমন কমিশনের উদ্দেশে এ মার্চ শুরু হয়।

বিজ্ঞাপন

যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন ও সাধারণ সম্পাদক নাদিম হাসানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে অভিযুক্তদের বিরুদ্ধে ১৫ দিনের ভিতরে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

প্রতিনিধি দলে অন্য সদস্যরা হলেন, অর্থ সম্পাদক - সৈয়দ মাহবুবুর রহমান, সহ সভাপতি- মো. মাহবুবুর রহমান জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক- সঙ্গীতা হক, সহ সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান সকাল।

দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আওয়ামী লীগের তৎকালীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএসের গাড়িতে টাকা পাওয়া গিয়েছিল সেই সময়ই এর দায় নিয়ে তিনি মন্ত্রণালয় হারিয়েছিল। সুতরাং এখনকার যে সকল উপদেষ্টার পিএসের বিরুদ্ধে অভিযোগ এসেছে সেই সকল উপদেষ্টা নৈতিকভাবে তারা আর পদে থাকতে পারে না। তাই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ করা উচিৎ। তিনি অভিযুক্ত পিএস ও এনসিপি নেতা তানভীরকে আটক করার দাবি জানান।

যুব অধিকার পরিষদের সাংগঠনিক মুনতাজুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মনজুর মোর্শেদ মামুন ও সাধারণ সম্পাদক নাদিম হাসান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত