আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাতে সিলেটে যাচ্ছেন তারেক রহমান, কাল থেকে নির্বাচনি সমাবেশ শুরু

স্টাফ রিপোর্টার

রাতে সিলেটে যাচ্ছেন তারেক রহমান, কাল থেকে নির্বাচনি সমাবেশ শুরু
ফাইল ছবি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দুই দশক পর আজ সিলেটে যাচ্ছেন। বুধবার রাত সোয়া ৮টার দিকে বিমানে তিনি সিলেটের উদ্দেশে রওনা হবেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন।

এদিন দুপুর ১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন তিনি। দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন।

বিজ্ঞাপন

বিকেল ৪টার দিকে বি-বাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন। বিকাল ৫টার দিকে কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনি সমাবেশে যোগদান, সন্ধ্যা ৭টার দিকে নরসিংদী পৌর পার্ক সংলগ্ন নির্বাচনি সমাবেশে যোগদান, রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার-রূপগঞ্জ-গাউসিয়া এলাকায় নির্বাচনি সমাবেশে যোগ দেবেন। রাত ১০টার দিকে ঢাকায় ফিরবেন তিনি।

জনসভায় যোগ দেওয়ার আগে তিনি পুণ্যভূমি সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

এই সফরকে কেন্দ্র করে ঐতিহ্য মেনে সিলেট থেকেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছে বিএনপি। তারেক রহমানের আগমন ঘিরে সিলেটে উৎসবের আমেজ বিরাজ করছে। নগরীর অলিগলি ব্যানার, ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন