আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পডকাস্টে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

পডকাস্টে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন তারেক রহমান
বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন

পডকাস্টের মাধ্যমে দেশের মানুষের সামনে নিজের রাজনৈতিক চিন্তা-দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই উদ্যোগের মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি ও নিয়মিত সংলাপ গড়ে তোলার লক্ষ্য নিয়েছে দলটি।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন।

বিজ্ঞাপন

মাহদী আমীন বলেন, ‘আজ থেকেই আমরা পডকাস্ট কার্যক্রম শুরু করতে যাচ্ছি। এই পডকাস্টের মাধ্যমে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সরাসরি দেশের মানুষের সামনে তার চিন্তা, দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এটি জনগণের সঙ্গে সরাসরি ও নিয়মিত সংলাপের একটি ঐতিহাসিক উদ্যোগ।’

তিনি আরও বলেন, এই পডকাস্ট কেবল একমুখী বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং সাধারণ মানুষের কথা শোনা, তাদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও প্রয়াসকে অনুভব করা এবং বাস্তবতার আলোকে দেশ পরিচালনার পরিকল্পনা তুলে ধরার একটি সমন্বিত উদ্যোগ হিসেবে এটি পরিচালিত হবে।

মাহদী আমীন জানান, আজ সন্ধ্যা ৭টা থেকে বিএনপির মিডিয়া সেল এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ফেসবুক পেজের মাধ্যমে এই পডকাস্ট সম্প্রচার শুরু হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন