আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গণঅধিকার পরিষদের সভাপতির দায়িত্বে ফারুক

আমার দেশ অনলাইন
গণঅধিকার পরিষদের সভাপতির দায়িত্বে ফারুক
ফাইল ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন। তার অনুপস্থিতিতে দলের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান সভাপতির রুটিন দায়িত্ব পালন করবেন।

শুক্রবার রাতে দলের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়—গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের আলোচনা সভার সিদ্ধান্ত অনুযায়ী ও দলীয় গঠনতন্ত্রের ৩৬(১) ধারার আলোকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি টানা ১৮ দিন চিকিৎসা নেন।

পরবর্তীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দেন।

এর পর গত ২২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান নুরুল হক নুর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন