আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দেশের মধ্যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত : তারেক রহমান

স্টাফ রিপোর্টার

দেশের মধ্যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত : তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মধ্যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত। তারা বিগত সরকারের সঙ্গে আতাত করে চলেছে। ১৭ বছর তাদের দেখা যায়নি। মিলে-মিশে থেকেছে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। যাতে দেশের গণতন্ত্র কেউ ছিনিয়ে নিতে না পারে। দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই দেশ আমাদের আনেক দিয়েছে। এবার দেশকে দেবার পালা।

শনিবার (৩১ জানুয়ারি) সিরাজগঞ্জে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, কথা একটাই, করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-১ আসনের প্রার্থী সেলিম রেজা, সিরাজগঞ্জ-৪ আসনের প্রার্থী এম আকবর আলী, সিরাজগঞ্জ-৫ আসনের প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম, পাবনা-১ আসনের প্রার্থী শামসুর রহমান, পাবনা-২ আসনের প্রার্থী সেলিম রেজা হাবিব, পাবনা-৫ আসনের প্রার্থী শিমুল বিশ্বাস প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন