আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন। দুপুরে গুলশানের বাসা থেকে তিনি সরাসরি কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশে রওনা দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলীয় রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক বিষয়াদি পর্যালোচনার অংশ হিসেবে তারেক রহমানের এ সফর বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

স্বদেশ প্রত্যাবর্তনের এই প্রথম কেন্দ্রীয় কার্যালয়ে তার উপস্থিতিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, র‍্যাবের ডগ স্কোয়াড টিম কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় সুইপিং কার্যক্রম পরিচালনা করছে।

উল্লেখ্য, দীর্ঘ নির্বাসিত জীবন শেষে স্বদেশ প্রত্যাবর্তনের পর গতকাল রোববার প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অফিস করেন তারেক রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...