আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মির্জা ফখরুল

তারেক রহমান দুই-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হবেন

আমার দেশ অনলাইন

তারেক রহমান দুই-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হবেন
রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে বিএনপির জনসভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : মঞ্জুর মোরশেদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই-এক দিনের মধ্যেই চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সন্ধ্যায় সিলেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। এর আগে হযরত শাহজালাল ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন তিনি।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, সিলেট থেকেই এবার নির্বাচনি প্রচার শুরু করবে বিএনপি। এই নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ। মানুষ দীর্ঘদিন তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন।

তিনি বলেন, গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন খালেদা জিয়া। আগামীতে যে গণতান্ত্রিক বাংলাদেশ ছিল খালেদা জিয়ার স্বপ্ন, সেটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, যে সুযোগ পেয়েছি তা কাজে লাগাই। গণতন্ত্র একদিনে হয় না, গণতান্ত্রিক সংস্কৃতি একদিনে গড়ে ওঠে না।

এ সময় গণতান্ত্রিক সংসদ গঠনের প্রত্যয়ও ব্যক্ত করেন মির্জা ফখরুল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন