আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদার মৃত্যু

বাংলাদেশ হাই কমিশনে সমবেদনা জানাবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

আমার দেশ অনলাইন

বাংলাদেশ হাই কমিশনে সমবেদনা জানাবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে যাবেন। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়—বৃহস্পতিবার সকালে বাংলাদেশ হাই কমিশনে যাওয়ার কথা রয়েছে রাজনাথ সিংয়ের।

বিজ্ঞাপন

খালেদা জিয়ার মৃত্যুর খবরে বুধবার ঢাকায় আসনে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন।

মঙ্গলবার ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর পরপরই এক এক্স পোস্টে শোক জানান নরেন্দ্র মোদি।

সেদিনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আনুষ্ঠানিক চিঠি দেন ভারতের প্রধানমন্ত্রী। তার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার ঢাকায় এসে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি ভারত সরকারের শোকবার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন