তারেক রহমানকে এক নজর দেখে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিএনপির অঙ্গসংগঠন কৃষকদলের কর্মী মোশাররফ। নড়াইল থেকে এসেছেন বলে জানান তিনি।
বিবিসি বাংলাকে তিনি বলেন, এক নজর দেখছি, তাতেই খুশি। আমার মনে হইতেছে ঈদের দিন আজকে, ঈদের দিন।
সারাবছর দেখছি টিভিতে বলছে, ওনার মুখ দিয়ে বলছে আমার আদেশটা পালন করেন। আমরা গণতন্ত্র ফিরায় দেবো। সেই আশায় আমরা আন্দোলন করেছি। আজকে তাকে দেখে পরানটা জুড়ায় গেল। আর কোনো দুঃখ নাই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

