জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম

নির্বাচন কমিশন জমিদারি আচরণ করছে, এটি অগ্রহণযোগ্য

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১৩: ৩০

জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম বলেছেন, নির্বাচন কমিশন জমিদারি আচরণ করছে। এটি অগ্রহণযোগ্য। শাপলাই হবে এনসিপির প্রতীক। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দ্রুত জারি করতে হবে। জুলাই সনদের অবস্থানের কারণে প্রমাণিত হয় আগামীতে এনসিপি রাষ্ট্র ক্ষমতায় যাবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে জাতীয় যুবশক্তির আয়োজনে জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে?' শীর্ষক সেমিনারে সভাপতিত্বে বক্তব্য জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম এসব কথা বলেন।

সভাপতিত্বে বক্তব্যে তারিকুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক ও জমিদারি আচরণ করছে। এটি অগ্রহণযোগ্য। কমিশন স্বৈরাচারী কায়দায় কোন ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই আমরা শাপলা প্রতীক চাওয়ার পরও শাপলা প্রতীক না দেয়ার বিষয়ে অনড় থেকেছে এবং আজকে আবার হঠাৎ করে কলি যুক্ত করেছে। আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি , শাপলা এবং শাপলাই হবে এনসিপির প্রতীক। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দ্রুত জারি করতে হবে। জুলাই সনদের অবস্থানের কারণে প্রমাণিত হয় আগামীতে এনসিপি রাষ্ট্র ক্ষমতায় যাবে।

সেমিনারের সঞ্চালনায় ছিলেন জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।

জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন, ডা. তাসনিম জারা, ডা. খালেদ সাইফুল্লাহ প্রমুখ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত