দেশে সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১৮: ৫৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে দেশের যে সংকট, তা তৈরি করেছে অন্তর্বর্তী সরকার। আমি বিশ্বাস করি সেই সংকট কেটে যাবে। এদেশের জনগন সব সময় দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধ ছিল। আগামীতেও ঐক্যবদ্ধ থাকবে।

শুক্রবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অডিটোরিয়ামে গণসংহতি আন্দোলনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,  গত কয়েক বছরে কাজ করে যে ঐক্য তৈরি হয়েছে। গত গণঅভ্যুত্থানে তারই প্রমাণ হয়েছে।আমি প্রায়ই বলতাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন তরুণ বের হয়ে আসছে না। অথচ শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় বরং সারা বাংলাদেশ থেকে তরুণরা ফ্যাসিবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান ঘটিয়েছে।

আজকে যে সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার। আমি বিশ্বাস করি সেই সংকট কেটে যাবে। এদেশের জনগন সব সময় দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধ ছিল। আগামীতেও ঐক্যবদ্ধ থাকবে। পূর্বে যেমন আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করেছি, আগামীতেও সহযোগিতা করতে চাই।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, বাংলাদেশে গণমানুষের মুক্তির জন্য যতটি আন্দোলন হয়েছে , আমরা প্রত্যেকটি আন্দোলনে যুক্ত থেকেছি।  আমরা এই দেশের শ্রেণিগত যে শোষণ, বঞ্চনা থেকে মানবজাতি যে মুক্তির স্বপ্ন দেখেছে, আমরা সেই স্বপ্ন পূরণে লড়াই করছি।

রাষ্ট্রের গনতান্ত্রিক কাঠামো যদি জনগণের স্বার্থ নিয়ে যদি নীতি তৈরি না হয়?  স্বার্থ, শিক্ষা ও বাসস্থানসহ মৌলিক অধিকার পূরণে যদি নীতি তৈরি না হয়, রাজনৈতিক দল তৈরি না হয় তাহলে সেই গনতন্ত্র ধ্বসে পড়ে। আজকে আমরা নির্বাচনি গনতন্ত্রের কথা বলছি, সেই গনতন্ত্র যদি খেটে খাওয়া মানুষের জন্য না, হয় তাহলে ফ্যাসিবাদ তৈরি করে।

তিনি আরও বলেন,  জনগণের নির্বাচিত সরকার ছাড়া কোন সংবিধান তৈরি হবে না। জনগণের নির্বাচিত সংসদ ছাড়া কোন সংস্কার হবে না। অন্তর্বর্তী সরকারকে আমরা আহ্বান জানাব, আপনারা সকল রাজনৈতিক দলের সাথে কোন পার্থক্য করবেন না। রাজনৈতিক দলগুলো যদি সংস্কারকে ধারণ না করে, তাহলে কোন পরিবর্তন দেশে আসবে না।  সুতরাং অন্তর্বর্তী সরকারকে সকল রাজনৈতিক দলের মাঝে ঐক্য তৈরি করতে হবে। তবেই দেশে সত্যিকার অর্থে পরিবর্তন আসবে।

গণসংহতি আন্দোলনের পঞ্চম  প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদিব, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি এ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু প্রমুখ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা

জবিতে জাতীয় ছাত্রশক্তি নেতার পদত্যাগ নাটক, ক্যাম্পাস জুড়ে সমালোচনা

১০৫ ভরি সোনা ও ৩২ লাখ টাকা ডাকাতির মূলহোতাসহ গ্রেপ্তার ৪

১২ বছর ধরে পৌর ভবনে বসবাস নির্বাহী কর্মকর্তার, এসির বিল দিচ্ছেন পৌরবাসী

বাংলাদেশে পুশব্যাক আতঙ্কে পশ্চিমবঙ্গে বৃদ্ধের আত্মহত্যা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত