আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশে পুশব্যাক আতঙ্কে পশ্চিমবঙ্গে বৃদ্ধের আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশে পুশব্যাক আতঙ্কে পশ্চিমবঙ্গে বৃদ্ধের আত্মহত্যা

বাংলাদেশে পুশব্যাকের আশঙ্কায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার ইলামবাজার এলাকায় ৯৫ বছর বয়সি এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। মৃত ব্যক্তির নাম কিশিতিশ মজুমদার। তিনি পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা হলেও মেয়ের সঙ্গে ইলামবাজারে বসবাস করছিলেন।

পরিবারের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে আতঙ্ক থেকেই তিনি আত্মহত্যা করেছেন। তবে পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে সম্পর্কিত কোনো আত্মহত্যা নোট বা প্রমাণ তারা পায়নি। সোমবার এসআইআর ঘোষণার পর পশ্চিমবঙ্গে এটি এ ধরনের তৃতীয় আত্মহত্যার ঘটনা।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা গেছে, ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম না থাকায় কিশিতিশ মজুমদার বেশ চিন্তিত হয়ে পড়েন। ছোটবেলায় তিনি বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছিলেন। সেই সূত্রেই সম্প্রতি এসআইআর নিয়ে প্রচারিত খবরে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

তার নাতনি নিরমিলা মজুমদার বলেন, ২০০২ সালের ভোটার তালিকায় দাদুর নাম ছিল না। তিনি ছোটবেলায় বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন এবং সারাজীবন কষ্ট করে দিন কাটিয়েছেন। এসআইআর নিয়ে আলোচনার পর থেকেই তিনি ভয় পেতে শুরু করেন এবং বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে এটা ভেবে আতঙ্কিত হয়ে পড়েন।

এর আগে, গত মঙ্গলবার পশ্চিমবঙ্গেরই প্রদীপ কার (৫৭) আত্মহত্যা করেন। একটি সুইসাইড নোটে তিনি উল্লেখ করেন, তার মৃত্যুর জন্য দায়ী জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি)। তিনি প্রায় ছয় দশক আগে তার পিতার সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন।

অন্যদিকে, গত বুধবার কুচবিহারে ৭০ বছর বয়সি কৃষক খাইরুল শেখ আত্মহত্যার চেষ্টা করেন। তার অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রে নামের বানান ভুল থাকায় এসআইআরে তার নাম না আসতে পারে—এই আশঙ্কা থেকেই তিনি বিষপান করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...