আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর যে প্রতিক্রিয়া জানালেন জমিয়ত মহাসচিব

স্টাফ রিপোর্টার
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর যে প্রতিক্রিয়া জানালেন জমিয়ত মহাসচিব

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, জাতির এক সংকটকালীন সময়ে আমরা আজ প্রধান উপদেষ্টার সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে অন্তরঙ্গ পরিবেশে আলোচনা করেছি। এই আলাপচারিতায় সংস্কার,বিচার ও নির্বাচন নিয়ে খোলামেলা কথা হয়েছে। চট্টগ্রাম বন্দর,করিডোর, হেফাজতের মামলাগুলো প্রত্যাহার ও নারী সংস্কার কমিশনের মত গুরুত্বপূর্ণ বিষয়াবলীও আলোচনায় স্থান পেয়েছে।

রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

জমিয়ত মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টাকে বলেছি, দেশকে অস্থিতিশীল করতে দেশি-বিদেশি নানা রকম ষড়যন্ত্র চলছে এমতাবস্থায় পদত্যাগ নয় বরং ধৈর্য,সাহসিকতা ও প্রজ্ঞার সাথে সকল চক্রান্ত রুখে দিয়ে আপনি প্রয়োজনীয় সংস্কার শেষ করুন এবং আগামী জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট একটা সময়সীমা ঘোষণা করুন। পরাজিত শক্তি ও তার দোসররা যেন কোন ভাবেই পুনর্বাসিত হতে না পারে সে লক্ষে তাদের বিচারিক কার্যক্রমকে ত্বরান্বিত করুন।

বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তাই এ দেশে ইসলামী বোধ-বিশ্বাসবিরোধী যাবতীয় তৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিন। আধিপত্যবাদ ও আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে যে কোন মূল্যে সবাইকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করুন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন