আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এনসিপি নেতাদের পদত্যাগ ইস্যুতে যা বললেন আখতার

আমার দেশ অনলাইন

এনসিপি নেতাদের পদত্যাগ ইস্যুতে যা বললেন আখতার

দলীয় নেতাদের পদত্যাগ দলে প্রভাব ফেলবে কী-না এই প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, এনসিপির শুরু থেকে অনেকে আমাদের দলে যুক্ত হয়েছেন। হয়তো অনেকে পদত্যাগও করেছেন। ব্যক্তির যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে আমরা অবশ্যই শ্রদ্ধা করি। একই সাথে আমরা মনে করি অতীতেও আমাদের দল থেকে দুয়েকজন বিছিন্নভাবে পদত্যাগ করেছিল, সে সময়েও আশঙ্কার কথা বলা হয়েছিল।

রোববার দুপুরে ঢাকার সিএমএম আদালতে দুটি মামলায় জামিন নিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

আখতার আরো বলেন, একটা রাজনৈতিক দলের বিকাশের ক্ষেত্রে পদত্যাগ বা যোগদান করা এটা খুব স্বাভাবিক একটা ঘটনা প্রবাহ।

এর আগে হত্যাচেষ্টা ও সরকারের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় করা পৃথক দুই মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আখতার হোসেন। রোববার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এবং জশিতা ইসলামের পৃথক আদালত এ আদেশ দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন