এবার নামের আগে ‘মাননীয় মেয়র’ লেখা বাদ দিলেন ইশরাক

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১৪: ০৪
আপডেট : ২৫ জুন ২০২৫, ১৪: ১৪
গত ১৬ জুন নামের আগে ‘মাননীয় মেয়র’ লেখা সম্বলিত ব্যানারে ডিএসসিসি কর্মচারীদের নিয়ে বৈঠক করেন ইশরাক। তবে বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনের ব্যানারে ‘মাননীয় মেয়র’লেখা ছিল না।

বিএনপি নেতা ইশরাক হোসেন জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে অংশ নেন।তবে এবার মঞ্চে তার পেছনে টানানো ব্যানারে ‘মাননীয় মেয়র’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন লেখা ছিল না।

বুধবার দুপুর ১টায় জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে তাকে অংশ নিতে দেখা গেছে।

বিজ্ঞাপন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ঢাকাবাসীর চলমান আন্দোলন, সেবা কার্যক্রম ব্যাহত করতে পরিকল্পিত হামলার অভিযোগ। একই সঙ্গে ঢাকাবাসীর আন্দোলন নিয়ে সম্প্রতি গণমাধ্যমে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের অবমাননাকর দাবি ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদসহ সামগ্রিক বিষয় নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

Israk 4

এর আগে গত ১৬ জুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মচারীদের নিয়ে বৈঠক করেন ইশরাক। ওই বৈঠকের ব্যানারে তার নামের আগে ‘মাননীয় মেয়র’ লেখা ছিল। এ নিয়ে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনাও হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত