চট্টগ্রাম ব্যুরো
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ সংস্কার কার্যক্রম সংসদেই হতে হবে। তাই এখন সংস্কারের কথা বলে নির্বাচন প্রক্রিয়াকে ঘোলাটে করার চেষ্টা করা উচিত নয়।
শুক্রবার চট্টগ্রামের কোতোয়ালি এলাকার জিমনেসিয়াম মাঠে একুশে ফেব্রুয়ারি বইমেলায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সংস্কারের জন্য যে প্রস্তাবগুলো এসেছে, সেগুলো নিয়ে সংসদে আলোচনা হবে। বিএনপির পক্ষ থেকে ৩১টি সংস্কার প্রস্তাব করা হয়েছে, যা নির্বাচনের পর সংসদে আলোচনা ও বাস্তবায়ন করা হবে। তাই দ্রুত নির্বাচন দিন, যাতে পরবর্তী সংসদে এসব সংস্কার বাস্তবায়নের সুযোগ তৈরি হয়।
আমির খসরু আরও বলেন, রাজনীতিতে সহনশীলতা ও সম্মানবোধ থাকতে হবে। ভিন্নমতের প্রতি সম্মান দেখাতে হবে, উচ্ছৃঙ্খলতা চলবে না। শুধু সংস্কার দিয়ে রাজনীতি বদলানো যাবে না, বরং রাজনৈতিক সংস্কৃতিই বদলাতে হবে। যদি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হয়, তাহলে সংস্কারের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।
তিনি সবার জন্য সমান অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে, যেখানে সহনশীলতা, পারস্পরিক সম্মানবোধ এবং ন্যায়বিচার থাকবে।’
এমএস
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ সংস্কার কার্যক্রম সংসদেই হতে হবে। তাই এখন সংস্কারের কথা বলে নির্বাচন প্রক্রিয়াকে ঘোলাটে করার চেষ্টা করা উচিত নয়।
শুক্রবার চট্টগ্রামের কোতোয়ালি এলাকার জিমনেসিয়াম মাঠে একুশে ফেব্রুয়ারি বইমেলায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সংস্কারের জন্য যে প্রস্তাবগুলো এসেছে, সেগুলো নিয়ে সংসদে আলোচনা হবে। বিএনপির পক্ষ থেকে ৩১টি সংস্কার প্রস্তাব করা হয়েছে, যা নির্বাচনের পর সংসদে আলোচনা ও বাস্তবায়ন করা হবে। তাই দ্রুত নির্বাচন দিন, যাতে পরবর্তী সংসদে এসব সংস্কার বাস্তবায়নের সুযোগ তৈরি হয়।
আমির খসরু আরও বলেন, রাজনীতিতে সহনশীলতা ও সম্মানবোধ থাকতে হবে। ভিন্নমতের প্রতি সম্মান দেখাতে হবে, উচ্ছৃঙ্খলতা চলবে না। শুধু সংস্কার দিয়ে রাজনীতি বদলানো যাবে না, বরং রাজনৈতিক সংস্কৃতিই বদলাতে হবে। যদি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হয়, তাহলে সংস্কারের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।
তিনি সবার জন্য সমান অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে, যেখানে সহনশীলতা, পারস্পরিক সম্মানবোধ এবং ন্যায়বিচার থাকবে।’
এমএস
পরে অন্য সিনিয়র রিপোর্টারদের সঙ্গে কুশল বিনিময় করেন এ্যানি। এ সময় আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার বাছির জামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগেসৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একটি আদেশের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক মর্যাদা দিতে হবে। এটি সংবিধান নয়, একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট যেটা কোনো সরকার এরকম পরিস্থিতিতে পড়লে দেওয়ার এখতিয়ার রাখে।
৩ ঘণ্টা আগেনাহিদ ইসলাম বলেন, “বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত তারা নিজেদের মধ্যে প্রশাসন, এসপি-ডিসি এগুলো ভাগ বাটোয়ারা করছে এবং নির্বাচনে জন্য তারা যে তালিকা করছে, সরকারকে সেগুলো দিচ্ছে এবং উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও সেই দলগুলোর সাথে সেভাবে সহায়তা করছে”।
৩ ঘণ্টা আগেরাশেদ খান তার পোস্টে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনভাবেই নিরপেক্ষতার পরিচয় দিতে পারেনি। কোন কোন দলকে সুবিধা দিয়ে ম্যানেজ করে চলেছে। স্বজনপ্রীতিবাজ এসব উপদেষ্টারা কতোটুকু নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে, সেটি নিয়ে সংশয় ও সন্দেহ আছে।
৩ ঘণ্টা আগে