আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইনসাফের প্রশ্নে ‘আনকম্প্রোমাইজিং’ অবস্থান থাকবে: হাসনাত আবদুল্লাহ

আমার দেশ অনলাইন

ইনসাফের প্রশ্নে ‘আনকম্প্রোমাইজিং’ অবস্থান থাকবে: হাসনাত আবদুল্লাহ

ইনসাফের প্রশ্নে আনকম্প্রোমাইজিং অবস্থান থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার কুমিল্লা-৪ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট থেকে মনোনয়নপত্র জমা দেয়ার পর তিনি এ কথা বলেন।

এদিন বিকেল সাড়ে ৩টায় তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন জামায়াত নেতা সাইফুল ইসলাম শহীদ। এছাড়াও চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, জোট নেতারা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, একটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করবো। ফ্যাসিবাদের কারণে দীর্ঘ ১৭ বছরে আমাদের মানবিক অধিকার বঞ্চিত হয়েছে, গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে। সে জায়গা থেকে আমাদের অর্থনৈতিক মুক্তি, একইসঙ্গে ভোটাধিকার নিশ্চিত হচ্ছে সেটি যেন সার্বজনীনতা পায়।

তিনি আরো বলেন, ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়েছেন ওসমান হাদি। রাষ্ট্রের স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়। দুর্নীতির বিরুদ্ধে জোটের যে মনোভাব সেটি আমরা প্রতিষ্ঠিত রাখবো। একইসঙ্গে ইনসাফের প্রশ্নে আমাদের আনকম্প্রমাইজিং অবস্থান থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...