আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়ন জমা দেয়ার সময় নির্বাচনি আইন মেনে তার পক্ষ থেকে পাঁচজন উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের আসলাম চৌধুরী বলেন, সীতাকুণ্ডে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জরুরিভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধার এবং প্রশাসনের আরও সক্রিয় ও নিরপেক্ষ ভূমিকা প্রয়োজন। তিনি বলেন, অবৈধ অস্ত্রের উপস্থিতি নির্বাচনি পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে এবং জনগণের ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করে।
তিনি আরও বলেন, সীতাকুণ্ডে বিপুল জনসমর্থন ও জনশক্তি বিদ্যমান রয়েছে, ফলে সন্ত্রাস বা সহিংসতার কোনো সুযোগ নেই। তবে নির্বাচনের স্বার্থে ঝুঁকিপূর্ণ সব অবৈধ অস্ত্র দ্রুত উদ্ধার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।
আসলাম চৌধুরী বলেন, দীর্ঘদিনের আন্দোলন ও ত্যাগের মধ্য দিয়ে জনগণ ভোটাধিকার ফিরে পাওয়ার পথে রয়েছে। ২০১২-১৩ সাল থেকে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে বিএনপির বহু নেতাকর্মী আহত ও নিহত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আমি নিজেও ২০১৬ সালে গ্রেপ্তার হয়ে দীর্ঘ আট বছরের অধিক সময় কারাভোগ করেছি। এই ত্যাগের ধারাবাহিকতায় দল আমাকে মনোনয়ন দিয়েছে, যা সীতাকুণ্ডবাসীর প্রতি দলের আস্থা ও সম্মানের বহিঃপ্রকাশ।
শিল্পাঞ্চল হিসেবে সীতাকুণ্ড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, নির্বাচিত হলে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করবেন এবং উদ্যোক্তাদের জন্য নিরাপদ ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন। এতে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ নিয়ে আরও আস্থা অনুভব করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

