দেশের শীর্ষ রাজনীতিকরা সাধারণত নিজ জেলা বা রাজধানীকেন্দ্রিক থাকলেও খালেদা জিয়া ব্যতিক্রম।
নির্বাচনের মাঠে জনতার রায়ে খালেদা জিয়া বারবার প্রমাণ করেছেন নিজের অদম্য অবস্থান। বাংলাদেশের রাজনীতিতে ছিলেন এক ব্যতিক্রমী ও শক্তিশালী নাম।
চার দশকের দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি দেখেছেন ক্ষমতার উত্থান-পতন, কারাবাস ও প্রবল রাজনৈতিক বৈরিতা।
এই সাবেক প্রধানমন্ত্রী এমন কিছু রাজনৈতিক রেকর্ড ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত রেখে গেছেন, যা তাকে দেশের সমসাময়িক সব রাজনীতিকের চেয়ে আলাদা উচ্চতায় স্থাপন করেছে।
তিনি বগুড়া, ফেনী, ঢাকা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খুলনাসহ দেশের ছয়টি ভিন্ন জেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
দেশের নানা প্রান্তের মানুষের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার এই ব্যাপক জনপ্রিয়তার রেকর্ডও তাকে আলাদা করে চিহ্নিত করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


খালেদা জিয়ার রয়েছে ৫ আসনে জয়ের ‘হ্যাটট্রিক’
৪৩ বছরের রাজনৈতিক জীবনে খালেদা জিয়া ছিলেন অপরাজেয়