আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার বিদায়ে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

খালেদা জিয়ার বিদায়ে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

বাংলাদেশ ক্রিকেট বোর্ড

দিনের শুরুতে তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শোক প্রকাশ করে তার সম্মানার্থে বিপিএলে গতকালের দুই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয়। এছাড়া তিন দিনের রাষ্ট্রীয় শোকের সময় প্রথম বিভাগ ক্রিকেট লিগের সবগুলো ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বিজ্ঞাপন

তামিম ইকবাল

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তার রুহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

সাকিব আল হাসান

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ (গতকাল) সকাল ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এই শোকের মুহূর্তে তার পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহতায়ালা তার রুহের মাগফিরাত দান করুন। সবার কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।

মাশরাফি বিন মর্তুজা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছি। কঠিন এই সময়ে তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষী সবার প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। রাজনীতির পথচলায় দীর্ঘ লড়াইয়ে তার অবদান দেশের মানুষ মনে রাখবে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। নিশ্চয়ই আল্লাহ উত্তম প্রতিদান দেবেন।

মুশফিকুর রহিম

খালেদা জিয়ার একটি ছবি ফেসবুকে আপলোড করে তিনি লিখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

তাইজুল ইসলাম

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।

ইমরুল কায়েস

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহতায়ালা খালেদা জিয়ার মাগফিরাত নসিব করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন।

লিটন দাস

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত। এই শোকের সময়ে তার পরিবার, স্বজন এবং সমগ্র জাতির প্রতি রইল আন্তরিক সমবেদনা।

শরিফুল ইসলাম

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহতায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

তানজিদ হাসান তামিম-

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সহমর্মিতা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির দ্বারা নির্ধারিত হয় না। এই দেশের জন্য তিনি যা করেছেন, তা কেউ অস্বীকার করতে পারে না। তিনি ছিলেন এমন একজন মানুষ, যিনি সম্মান ও স্মরণ পাওয়ার যোগ্য। আল্লাহতায়ালা তাকে জান্নাত নসিব করুন এবং যাদের তিনি রেখে গেছেন, তাদের হৃদয়ে শান্তি দান করুন।

কোয়াব

সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেটারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গভীরভাবে শোকাহত। বাংলাদেশের সবার সঙ্গে কোয়াবও তাদের শোক ও দুঃখে শামিল। কোয়াব আন্তরিক সমবেদনা জানাচ্ছে। কোয়াব বাংলাদেশের ক্রিকেটারদের উন্নয়নে বেগম জিয়ার সমর্থন এবং উৎসাহের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। তার দৃষ্টিভঙ্গি ছিল শক্তির অন্যতম স্তম্ভ, যা আজ বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটকে তার স্থানে নিয়ে এসেছে। তার আত্মার চির শান্তির জন্য আমাদের প্রার্থনা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:
এলাকার খবর
Loading...