নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবি

প্রধান উপদেষ্টাকে বৃহস্পতিবার স্মারকলিপি দেবে জামায়াত’সহ ৮ দল

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ২০: ৩৮

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর নভেম্বরেই গণভোট আয়োজন করা সহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে আগামীকাল বৃহস্পতিবার স্মারকলিপি দেবে জামায়াতে ইসলামী’সহ সমমনা আটটি দল।

সকাল ১১ টায় রাজধানীর পল্টন মোড়ে জমায়েত শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে এই স্মারকলিপি প্রদান করা হবে।

বিজ্ঞাপন

এর আগে গত সোমবার যুগপৎ আন্দোলনরত আট দলীয় শীর্ষ নেতাদের বৈঠক থেকে সংবাদ সম্মেলনে স্মারকলিপি প্রদানের এই কর্মসূচি ঘোষণা করা হয়।

আন্দোলনরত আট দলের মধ্যে জামায়াত ছাড়াও রয়েছে-ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা ও ডেভেলপমেন্ট পার্টি।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত আটটি রাজনৈতিক দলের পক্ষ থেকে সকাল ১১ টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে স্মারকলিপি প্রদান করা হবে।

এ উপলক্ষে আন্দোলনরত আটটি দলের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন স্পট থেকে মিছিলসহকারে ঐতিহাসিক পল্টন মোড়ে এসে সমবেত হবেন। সেখানে নেতাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষে যমুনায় গিয়ে স্মারকলিপি প্রদান করা হবে।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় জামায়াত নেতারা মতিঝিল শাপলা চত্বর থেকে পথযাত্রা নিয়ে পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন। পরে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার অভিমুখে যাত্রা শুরু করবেন।

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ জানান, জুলাই সনদের আইনী ভিত্তি নিশ্চিত করা, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবি আদায়ে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে স্বারকলিপি প্রদানের আগে সকাল ১১ টায় পল্টন মোড়ে জমায়েত অনুষ্ঠিত হবে।

পাঁচ দফা দাবির মধ্যে আরো রয়েছে-লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসর দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

প্রাথমিকে ১০২১৯ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিনন্দন জানানোর হিড়িক একই আসনের জামায়াতের প্রার্থীদের

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি

ফুলপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পাঁচ ব্যাংকের আমানতকারী ও কর্মীদের যে বার্তা দিলেন গভর্নর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত